• সারাদেশ

    চান্দিনায় গাঁজা বিক্রির অভিযোগে ইউপি সদস্যের ভাই আটক

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৭:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    সোহরাওয়ার্দী,কুমিল্লা

    কুমিল্লার চান্দিনায় গাঁজা বিক্রির অভিযোগে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    বুধবার (১৬ নভেম্বর) ভোরে চান্দিনা উপজেলার বাতঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাদক বিক্রেতা আবুল কালাজ আজাদ ওই গ্রামের মোহাম্মদ ফজলুল হক এর ছেলে। তিনি চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আলী আজগর এর ছোট ভাই।

    পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন রাত্রি কালীন ডিউটি শেষে ফেরার পথে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়ার পর তার দেওয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী আবুল কালাজ আজাদ এর ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ