প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৫:৩২:৪১ প্রিন্ট সংস্করণ
আলমগীর হুসাইন অর্থঃ-উৎসবমুখর পরিবেশে দ্বাড়িয়াপুর বাজারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৬ঃ৩০ মিনিটে মোনাজাতের মাধ্যমে বাজারটির উদ্বোধন করা হয়। বাজারটির উদ্বোধন ঘোষনা করেন আহাম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া।
দ্বারিয়াপুর গ্রামের সন্তান বিশিষ্ট লেখক ও কবি কায়সার আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর, গোপালপুর ও বিরাহিমপুর গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন পরে নিজেদের আঙ্গিনায় বাজার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দ্বারিয়াপুর, গোপালপুর ও বিরাহিমপুর গ্রামের অগণিত মানুষ। তারা বলেন আমাদের প্বার্শবর্তী স্থানে বাজার না থাকায় অনেক দুরে কাশিনাথপুর গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। যেকারনে সময় অবচয় ও ভোগান্তির শিকার হতে হয় আমাদের। নিজেদের এলাকায় বাজার বসায় তারা আনন্দ প্রকাশ করেন।
উল্লেখ্য আজ প্রথম দিনেই দ্বারিয়াপুর বাজারে লক্ষ্য করা যায় ক্রেতা- বিক্রেতাদের উপচে পড়া ভীড়।