প্রতিনিধি ১০ জুলাই ২০২২ , ১১:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
জমে উঠেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত তাঁত শিল্প ও পণ্যমেলা। মেলার স্টলে বাহারী সব পণ্যে সুসজ্জিত মেলা প্রাঙ্গন। নিত্য ব্যবহার্য পণ্য শোভা পাচ্ছে স্টলগুলোতে। মেলায় তাঁত ও বেনারসী পণ্যের সম্ভার, বিভিন্ন ধরণের অলংকারের ভেতরে মেয়েদের জন্য হাতে তৈরি চুড়ি, গহনা, কাঠের তৈরি উপহার সামগ্রী, উদ্যোক্তাদের হাতে তৈরি পোষাক, খাবারের স্টল, বিনোদন কেন্দ্র সহ রয়েছে নানা আয়োজন।
আবার এই দিকে ঈদ উপলক্ষে নানা পেশার মানুষের ভিড় দেখা গেছে এই মেলায় ,দূর দুরন্ত থেকে এই মেলায় এসেছে নানা পেশার মানুষ।
এক সাথে ৮-১০ জন্য মিলে এসেছে এই মেলায় ঈদ আনন্দ উপভোগ করতে নানা পেশার মানুষ।
তাঁরা জানান, ঈদ আনন্দ উপভোগ করতে এসেছি নীলফামারী পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলায় আসে অনেক অনেক আনন্দ উপভোগ করতেছি এই মেলায়।