প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৬:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ
বুটেক্স প্রতিনিধি ঃ
তলা বিহীন ঝুড়ি’ থেকে বাংলাদেশের অর্থনীতি এখন এশিয়ার অনেক দেশ থেকেই শক্তিশালী। অর্থনীতির নানা মানদন্ডে বাংলাদেশ এখন ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডর মতো দেশকে পেছনে ফেলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে আবির্ভূভূত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমীক্ষা পরিচালনা করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)। প্রতিবেদনে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন চালিকাশক্তির মধ্যে ‘দ্রুত বিকাশমান বেসরকারী খাতে’ এর কথা উল্লেখ করেন । বেসরকারী খাতগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন ভাবে যে খাতটি সবথেকে বেশি ভূমিকা রেখে যাচ্ছে সেটি হলো বাংলাদেশের ‘তৈরী পোশাকশিল্প ‘।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বা ইকোনমিক পিলার বাংলাদেশের বস্ত্র ও পোশাকখাতকে আরও সময়োপযোগী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য দরকার দক্ষ বস্ত্র প্রকৌশলী। আর এই দক্ষ বস্ত্রপ্রকৌশলী তৈরীর সূতিকাগার হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বস্ত্রখাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ প্রকৌশলী তৈরী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার স্বীকৃতির অংশ হিসেবেই বিশেষ এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।
গত ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
আগামী ১২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ সম্পর্কে বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন, বস্ত্র শিক্ষা সম্প্রসারণের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে বুটেক্সকে সম্মানিত করা হবে। বর্তমান উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম স্যারের নেতৃত্বে ২য় বারের মতো বুটেক্স এই পুরষ্কার পেতে যাচ্ছে। দেশের বস্ত্র খাতকে নেতৃত্ব দেয়ার জন্য বুটেক্স তার শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে পড়ালেখার বাইরেও গবেষণায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।
তিনি আশা প্রকাশ করেছেন যে, বিজিএমইএ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা পূরণে বুটেক্স গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বুটেক্স ছাড়াও বস্ত্র ও পোশাকখাতে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন আরও ৮ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমএই) এবং বাংলাদেশ তাঁতী সমিতি।