• সারাদেশ

    কাশিনাথপুরে নামজারি অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ১ মহুরিকে কারাদণ্ড

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ১০:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ

     

    নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৩ জুলাই ২০২২ইং তারিখে পাবনায় সাঁথিয়া উপজেলায় কাশীনাথপুর ভুমি অফিসে, মোছাঃ কহিনুর নেছা স্বামী মোঃ কুতুব আলী সাং ইদ্রাকপুর কাশিনাথপুর সাঁথিয়া পাবনা তাহার নিজ জমি নাম জারির জন্য এক দালালের নিকট ঘুষ বাবদ ( ৭০০০)সাত হাজার প্রদান করেন।

    অনেকদিন জমির নামজারি করে দেওয়ার কথা বলে হয়রানি করে দালাল মোঃ দেলোয়ার মুহুরী (৪২) পিতাঃ মোঃ আমিন হোসেন মাতা মৃত রুবিয়া খাতুন গ্রাম কাশিনাথপুর, থানাঃ উপজেলা সাথিয়া জেলাঃ পাবনা। দালাল এবং গ্রহিতা দুজনেরই একই গ্রামের লোক, তাই বিশ্বাস করে দালাল মোঃ দেলোয়ার মুহুরীকে দুইটি জমির নামজারি করার জন্য মোট ১৪০০০ হাজার লাগবে। ভুক্তভুগী দালাল কে অগ্রিম (৭০০০) সাত হাজার প্রদান করেন । পরবর্তী কাজ শেষ হলে বাকি টাকা দিয়ে দিবে । অনেকদিন হয়ে যাওয়ার পর দালালকে মহিলাটি সন্দেহ করে । ভুক্ত ভুগী সেবা গ্রহীতা মোছাঃ কোহিনুর নেছা সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মোঃ মনিরুজ্জামান কে বিষয়টি অবগত করেন ৷ বিষয়টি সহকারী কমিশনার (ভূমি ) আমলে নিয়ে থাকে । সাথিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূম) মনিরুজ্জামান,, দালাল মোঃ দেলোয়ার মুহুরী কে জিজ্ঞাসা করলে বিষয়টি সত্য বলে স্বীকার করে । ১৩/০৭/২০২২ইং মোবাইল কোটের মাধ্যমে দালাল মোঃ দেলোয়ার মুহুরী কে জমির নামজারি এবং ঘুষ নেওয়ার অপরাধে ১৫ দিনের জন্য জেল হাজতে প্রেরণ করে। এর সাথে নগদ ৭০০০ সাত হাজার টাকা দালাল এর কাছে থেকে ফেরত নিয়ে উদ্ধারকৃত টাকা ভুক্ত ভুগী সেবা গ্রহীতা মোছাঃ কহিনুর নেছা কে ফেরত দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা সুবিধা ভোগী ব্যক্তি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন জমির খারিজ নামজারি করতে সরকার নির্ধারিত ফ্রী ছাড়া কোনো প্রকার অতিরক্ত অর্থ লেনদেন করবেন না। আপনি যদি খারিজ করার জন্য কোনো দালাল কে টাকা দিয়ে থাকেন তাহলে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ