• সারাদেশ

    শীতের তীব্রতায় জমে উঠেছে ফুটপাতের বাজার

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৯:৪৪:২২ প্রিন্ট সংস্করণ

     

    কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে দ্বীপ জেলা ভোলায়। শীতের আবহ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের পোশাক বেচাকেনার তোড়জোড়ও। ফুটপাত থেকে শুরু করে দোকানে ও বেচাকেনা বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি ছাড়াও উচ্চবিত্ত শ্রেণির মানুষ এখন শীতের পোশাক কেনাকাটার জন্য বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন।

     

    আর ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের কাছে শীত মানেই আলাদা আমেজ। গত কয়েক দিন ধরে ফুটপাতে সরগম হয়ে উঠছে শীতের পোশাক বেচাকেনা। ফুটপাতের ভ্যান থেকে শুরু করে জমে উঠেছে বাজারের বিভিন্ন নামি-দামি দোকান গুলো।

     

    ভোলার নতুন বাজার ঘুরে দেখা যায়, ফুটপাত ও দোকানে বাহারি শীতের পোশাকে নতুনভাবে সেজেছে। তবে দোকানের চেয়ে ফুটপাতে ক্রেতাদের ভিড় বেশি চোখে পড়ে। ফুটপাত ও ভ্যানেও বিক্রি করা হচ্ছে আমদানি করা পুরাতন পোশাক।

     

    বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। পুরাতন আমদানি করা পোশাক হলেও দামেও মিলছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।১৫০-৩০০ টাকার মধ্যে মিলছে পুরানো পোশাক। নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের পোশাক মিলছে দোকান ও ফুটপাতে।

     

    ফুটপাতের হকারদের সাথে কথা বলে জানা যায়, শীত মৌসুমের গরমের পোশাক বিক্রেতাদের বেশির ভাগই মৌসুমি ব্যবসায়ী। যারা ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ব্যবসা করেন। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পুরাতন পোশাকের ব্যবসা করেন তারা। বাজারে এসব পোশাকের বেশ চাহিদা ও কদর রয়েছে।

     

    নতুন বাজারের পোশাক বিক্রেতার সাথে কথা বললে বলেন, প্রতি শীতের সময়ে তারা এখানে গরম কাপড় বিক্রি করেন। মূলত শীত বাড়লে তাদের বেচা-বিক্রি বাড়ে। গত কয়েক দিনের তীব্র ঠাণ্ডায় তাদের বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

     

    নতুন বাজারে শীতের কাপড় কিনতে আসা রিকশাচালকের সাথে কথা বললে তিনি বলেন, তারা অল্প আয়ের মানুষ। বড় বড় দোকান থেকে শীতের পোশাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই তারা কাপড় কিনেন। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারণে ভালো কাজ দেয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ