প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৩:৩০:০৬ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাশুন্দিয়া-ভবানীপুর কে.জে.বি ডিগ্রি কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মান্নান খন্দকার গতরাত ১২টার দিকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আজ (২৬ জুলাই) বাদ যোহর মাশুন্দিয়া-ভবানীপুর কে.জে.বি ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জনাব খন্দকার আব্দুল মান্নান আমিনপুর থানাধীন মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন জমি দান করে গ্রামীণ জনপদে শিক্ষাপ্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।