• সারাদেশ

    বসত বাড়ির ত্রিশ গজ দুরে শ্মশান বানানোর অভিযোগ

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৯:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

     

    মোক্তাদির, ষ্টাফ রিপোর্টার,কালিগঞ্জ ,্গাজীপুরঃ

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ড এর ছৌলাদী গ্রামে এই ঘটনা ঘটেছে, আজ রোজ সোমবার আমাদের প্রতিনিধি জামালপুর ইউনিয়ন এর ছৌলাদী গ্রামের থেকে সরজমিনে ঘুরে এসে আমাদেরকে জানান সুজন বিশ্বাস, পিতা ঃ মৃত্যুঞ্জয় বিশ্বাস, জামালপুর ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের ছৌলাদী গ্রামের বসবাস করি,আমার বাড়ির পার্শ্বে আমার চাচাতো ভাই রা পরিকল্পিতভাবে জোরপূর্বক এবং অসৎ উদ্দেশ্যে আমার বাড়ির সীমানার পার্শ্বে একটি শ্মশান নির্মাণ।

     

    এর পাঁয়তারা করছে, এবিষয়ে আমি ন্যয় সঙ্গত প্রতিবাদ করি, শসার নির্মাণ করলে, জন বসতি এলাকায় বসবাস এর অনুপোযোগি হবে,এবং পরিবেশ এর ক্ষতি হবে, আমার কাকা মরন বিশ্বাস,এবং উনার ছেলে দিলীপ বিশ্বাস আমাদের ৩১ পরিবারের একটি সমাজ তা থেকে আমাকে সমাজচুত্ত্ব্য করবে বলে হুমকি প্রদান করে, এবিষয়ে আমি জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করি, চেয়ারম্যান সরোজমিনে এসে দেখেন বাড়ির সন্নিকটে প্রায় ৩০ গজের মধ্যে অপরিকল্পিত ভাবে একটা শ্মশান বানানোর পায়তারা করছে, চেয়ারম্যান এই স্হানে শ্মশান না করার পরামর্শ দিয়ে দেন,এবং তিনি বলেন জনবসতি ছাড়া শ্মশান না করে অন্য যে কোন স্থানে শ্মশান তৈরী করলে আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সার্বিক সহায়তা করবো, অপর দিকে দিলীপ বিশ্বাস এর মুঠোফোনে 01620518081, নাম্বারে ফোন দিয়ে বসত বাড়ির ৩০ গজ এর মধ্যে শ্মশান তৈরী করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা আমাদের পারিবারিক শ্মশান এখন আমরা এই শ্মশান কে সামাজিক শ্মশান এ রুপান্তর করবো, আমাদের প্রতিনিধির মুঠোফোনে তিনি আরো জানান সুজন বিশ্বাস এই জমিতে বাড়ি কেন করেছে, আমাদের কাউকে জিজ্ঞেস করেনি,আমার সমজের শ্মশান এই স্হানেই করবো,চেয়ারম্যানের কথা জিজ্ঞেস করলে দিলীপ বিশ্বাস বলেন জমি আমার বাবার শ্মশান আমরা করবো চেয়ারম্যান না করার কে,পরিবেশ দুষুন এর কথা বললে দিলীপ বিশ্বাস বলেন আগামী ২৭/০৭/২০২২ইং তারিখে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আমাদের ডেকেছে আমি যা বলার সেটা u an o অফিসে গিয়েই বলবো,তবে এখানে ই শ্মশান তৈরী হবে,এতে কেউ বাঁধা দিলে তাকে সমাজ চুত্ব্য করবো।এপর দিকে দিলীপ বিশ্বাস এলাকায় মানুষের গন স্বাক্ষর নিতেছে এবং স্বাক্ষর নাদিলে ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে,অপরদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎতে বলেন আমি ওমরা হজ্জে যাওয়ার সময় একটি অভিযোগ হয়েছে মেম্বারা কোন সুরাহা হয়নি, আমি এসে সরোজমিনে জামালপুর ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডে ছৌলাদী গ্রামে যাই সেখানে গিয়ে দেখি বাড়ির ৩০ গজের মধ্যে একটি শ্মশান তৈরী করার জন্য ইট, রাখা আমি বলি লোকালয়ে শ্মশান তৈরী করা যাবে না আপনার পূর্বে যে স্হানে শ্মশান তৈরী আছে ঐ জায়গায় শ্মশান তৈরী করার জন্য আমি আন্তরিক ভাবে চেষ্টা করবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শ্মশান তৈরী করার জন্য, লোকালয়ে কোন শ্মশান স্হাপন করা হবে না, যে স্হানে পরিবেশ এর দুষিত হবে ঐ স্হানে শ্মশান করা যাবে না,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুজন বিশ্বাস একটা অভিযোগ করেন অভিযোগ এর ভিক্তিতে উভয় পক্ষকে আগামী ২৭/০৭/২০২২ইং তারিখে ডেকেছেন uan o মহাদয় দুই পক্ষের সঙ্গে আলোচনার ভিক্তিতে শ্মশান স্হাপন করা হবে। সুজন বিশ্বাস বলেন আমার বাড়ির ৩০ গজ দুরে শ্মশানে মানুষ পোড়ানো হলো গন্ধে বাড়িতে টিকা যাবে না এবং পরিবেশ এর দুষিত হবে, আমার অনুরোধ থাকবে লোকালয়ে শ্মশান তৈরী না করার জন্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ