প্রতিনিধি ২৯ জুলাই ২০২২ , ১:০২:১৩ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী থেকে ৫ কিলোমিটার দূরে ডোমার সড়কের (নটখানা)নামক স্থানে অবস্থিত এই প্রাচীন নীলকুঠি।
অস্টাদিশ শতকের এই প্রাচীন নীলকুঠি ভবন এখন তা ধ্বংসের পথে এই ভবনটি কে সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী যেন দূরত সংস্কারের কাজ শুরু হয় ।
এই ঐতিহ্যবাহী প্রাচীন নীলকুঠিকে ধরে রাখতে চায় এলাকাবাসী নীলফামারীর প্রাচীন নীলকুঠি নামে পরিচিত এই ভবনটি , আবার ভবনটি কে দেখতে দূরদূন্ত থেকে আসেন নানা পেশার মানুষ।
এলাকাবাসী দের সাথে কথা হলে তারা যানান: আমাদের এই প্রাচীন নীলকুঠিকে আমরা ঐতিহ্য হিসেবে ধরে রাখতে চাই তাই আমরা সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি যেন আমাদের এই প্রাচীন ঐতিহ্যবাহী নীলকুঠি ভবনটি যেন সংস্কারের কাজ শুরু হয়।