প্রতিনিধি ১ আগস্ট ২০২২ , ১:৪২:৪২ প্রিন্ট সংস্করণ
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ফার্মেসি বিভাগে গবেষণা প্রকল্পের উপরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এবং ফার্মেসি বিভাগের শিক্ষক জনাব মো. সানোয়ার হোসেন ও জনাব জি. এম. মাছুদ পারভেজ এর তত্বাবধানে পরিচালিত গবেষণা প্রকল্পের উপরে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সোমবার(১লা আগস্ট) ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ২০৫ নং কক্ষে সকাল ৯:০০ টা থেকে ১১:৫০ পর্যন্ত মোট চারটি গবেষণা প্রকল্পের উপরে এ তথ্যবহুল আলোচনাটি হয়।
উক্ত সেমিনারে ফার্মেসি বিভাগের প্রভাষক মো. সানোয়ার হোসেন তার Self medication(প্রেসক্রিপশন ছাড়া ঔষধ গ্রহণ) এবং বার্ধক্যজনিত স্নায়ুক্ষয় রোধের উপরে পরিচালিত গবেষণা সমূহের প্রাপ্ত ফলাফল তুলে ধরেন এবং উক্ত বিষয়গুলো প্রতিরোধের কৌশল সমূহ আলোকপাত করেন। একই সেমিনারে ফার্মেসি বিভাগের প্রভাষক জি. এম. মাছুদ পারভেজ পাবনা শহরের বস্তিবাসীদের উপরে ক্ষতিকারক Chemical (রাসায়নিক) এর প্রভাব এবং ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব ও জটিলতা সমূহ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
সেমিনারে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।