প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৩:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ
মো: শাহরিয়ার ইমন, বুটেক্স প্রতিনিধি
বার্ড (বুটেক্স অ্যাসোসিয়েশন অফ রংপুর ডিভিশন) হলো একটি ছাত্রকল্যাণ সংগঠন যা শুধু রংপুর বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তা ছাড়াও পুরো বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করে থাকে। সংগঠনটি প্রথমবারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছে ক্যারিয়ার বিষয়ক সামিট যা ১২অক্টোবর বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার মোঃ আজহার আলী (প্রধান নির্বাহী কর্মকর্তা,সালমা গ্রুপ), ইঞ্জিনিয়ার মোঃ সেলিম আক্তার খান (ডিরেক্টর টেক্সটাইল ডিভিশন, ইকোটেক্স লিমিটেড), মোঃ তানভীর আহমেদ (সহকারী সচিব মিনিস্ট্রি ওফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা)। উক্ত সামিটে প্রধান অতিথি হিসেবে থাকবে প্রফেসর ডক্টর শাহ আলিমুজ্জামান (উপাচার্য, বুটেক্স) এবং চেয়ারপারসন হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান (সভাপতি, বার্ড)।উক্ত সামিটে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান জামান কুসল(সভাপতি,ছাত্র কল্যাণ সমিতি ) এবং সাজ্জাতুল ইসলাম শামীম(সাধারণ সম্পাদক, ছাত্রকল্যাণ সমিতি)। বিশেষ আকর্ষণ হিসেবে সাধারণ শিক্ষার্থীর মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা থাকবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য যে বার্ড প্রতিষ্ঠিত হয় ২১ অক্টোবর ২০২২। এ পর্যন্ত সংগঠনটি একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করেছে, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং আর্থিক সংকটের কারণে ভর্তি না হতে পারে শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন অংশগ্রহণমূলক কাজ সম্পূর্ণ করে আসছে।