• রাজনীতি

    পাবনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৭ জন

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৩:১১:৩২ প্রিন্ট সংস্করণ

     

    হৃদয় হোসাইন,বেড়া (পাবনা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এমন সাতজনের নাম সামনে এসেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যাদের নাম জানা গেছে এরা হলেন ১। বর্তমান সংসদ সদস্য ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু,২। সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি,কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইব্রাহিম হোসেন মুন, ৪।পাবনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আউয়াল, ৫। শাহবাগ থানা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা লায়ন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, ৬। পাবনা জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন,৭। মো.আবুল মাসুদ। এ সাতজন জনই আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা। স্বাধীনতার পর থেকে এ আসন থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সকলেই সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন। রাজনিতী বিশেষজ্ঞরা ধারণা করছেন ইতিহাসের ধারা রক্ষার্থে সেই ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। যার মধ্যে রয়েছেন রাজনৈতিক প্রতিভা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সক্ষমতা। এদের মধ্যে যে কোন একজন পাবেন আওয়ামী লীগের মনোনয়ন।

     

    জনগণের প্রত্যাশা এমন একজনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হোক। যার হাত ধরে সাঁথিয়া বেড়া হবে আধুনিক স্মার্ট। যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে শিক্ষিত সমাজ। মানুষের জীবন মানের আরো উন্নয়ন হবে এমন একজনকে আওয়ামী লীগের নৌকা প্রতীক দেওয়ার দাবি সাধারণ জনগণের।

     

    কথা বলে জানা যায়,সকল প্রার্থী নিজের মনোনয়ন ব্যাপারে শতভাগ আশাবাদী। এবং বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন পাবনা-১ আসন। সুখ দুঃখে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

     

    জনশ্রুতি আছে যে পাবনা ১ আসন থেকে যে দলের প্রার্থী বিজয় লাভ করে সেই দল বাংলাদেশে সরকার গঠন করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ