• সারাদেশ

    পাবনায় ডিবি পুলিশের  অভিযানে গাঁজা সহ একজন আটক

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ৩:১১:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

    পুলিশ সুপার  মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য ওসি ডিবি মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে, এসআই(নিঃ) সাগর কুমার সাহা সঙ্গীয় এসআই(নিঃ) আব্দুল জলিল সহ ফোর্সের সহায়তায় গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল অদ্য ১৮/০৯/২০২২ ইং তারিখ পাবনা জেলার আতাইকুলা থানাধীন পাবনা পল্লি বিদ্যুত সমিতি-২ এর আতইকুলা জোনাল অফিস এর সামনে পাকা রাস্তার উপর রাত্রী-২২.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।

    ধৃত মাদক ব্যবসায়ী হলোঃ

    মোঃ জাহের শেখ (৬০), পিতা-মৃত- আফাই শেখ,সাং-রঘুনাথপুর(কুটিপাড়া),থানা-আতাইকুলা,জেলা-পাবনা

     

    উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ