প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ৭:১৯:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তদির হোসেন বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলা প্রেস ক্লাবের সদস্য, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন এর ভাগিনা সানবিন হাসান সিয়াম এস এস সি পরিক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ইং সনের এস এস সি পরিক্ষার্থী হিসেবে ছিলেন।
সানবিন হাসান (সিয়াম) পিতাঃমৃত মোমেন মিয়া,সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যু বরন করেন,সারে তিন বছর পূর্বে,তার মা গৃহিণী জিনিয়া আফরোজ,বড় বোন শিথিলা আফরোজ ২০১৮ ইং সনে সেন্ট মেরিস বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে A+ পেয়ে উর্তীন্ন হয়,২০২০ সনে এইচ এস সি A পেয়ে পাশ করেন।
সানবিন হাসান সিয়াম ২০২২ইং সনের
এসএসসি (ব্যাবসায় শিক্ষা শাখায় ) পরীক্ষায় গোল্ডেন জিপিএ লাভ করেছে। সানবিন হসান (সিয়াম) কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল । ব্যবসায়শিক্ষায় পড়ালেখা করতে আগ্রহী। সানবিন হাসান (সিয়াম) এর জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।