প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ১:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ
পাবনা জেলা প্রতিনিধি :
গত ১৮ অক্টোবর’২০২৩ ইং তারিখ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বেসরকারী উন্নয়ন সংস্থা অনন্য’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস’২৩ পালিত হয়েছে। অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুনের পরিকল্পনা ও দিকনির্দেশনায় অনন্য সেন্টার, ঢাকা রোড, শালগাড়িয়া, পাবনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিচালক বরনা খাতুনের অনুপস্থিতিতে সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবি ও অনন্য’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট জহির আলী কাদেরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দৈনিক পাবনার আলো ও মাসিক অনন্য কথার প্রকাশক ও সম্পাদক এবং অনন্য’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরী। প্রধান অতিথি মহোদয় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন যে, সেখ রাসেলের শরীরে বঙ্গবন্ধুর রক্ত রয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছে এবং তাকে অনেক মামলা দেয়া হয়েছিল। তিনি বলেন যে, আপনারা অনেকেই হয়তবা টঙ্গীপাড়ায় যান নাই, কিন্তু এই টঙ্গীপাড়া এক সময় দূর্গম এলাকা ছিল। বঙ্গবন্ধু সেই দূর্গম এলাকা থেকে বিভিন্ন যড়যন্ত্রমুলক মামলার হাজিরা দিতে ঢাকা সহ বিভিন্ন জেলায় গমন করতো এবং তার রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় কারাগাওে কাটিয়েছেন ফলে ছোট রাসেল তার বাবার সানিধ্য ঠিক মতো পান নাই। তিনি আরও বলেন চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে তার পরিবার সহ নির্মমভাবে হত্যা করে এমনকি ছোট্ট শিশু রাসেলকে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে মৃত্যু বরন করতে হয়েছে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার উপরেও ভায়বহ হামলা হয়েছে এবং ঘাতকরা তাকে চিরতরে শেষ করার জন্য ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল কিন্তু আল্লাহর তায়ালার অশেষ রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তথাপিও ষড়যন্ত্রকারীরা বর্তমান প্রধানমন্ত্রী, সরকার ও দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যর পর হাফেজ মাওলানা মোঃ আক্তারুজ্জামান সাহেব শেখ রাসেলের রুহের মাগফেরাত এবং ১৫ই আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গে রুহের মাগফেরাত এবং বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে অনন্য সমাজ কল্যাণ সংস্থা অসহায় ও গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচী পালন করেছে এবং শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি নাদিরা ইয়াসমিন জলি, এমপি মহোদয় সহ অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদেও মাঝে পুরস্কার বিতরন করে। অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ পাবনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি, সংস্থার গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মিয়া, সংস্থার সিনিয়র সহকারী পরিচালক সেলিম আহমেদ, মোঃ রেজাউল করিম, সকল এরিয়া ম্যানেজার, প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শাখা অফিস হতে আগত সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার অডিট বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার পলাশ চন্দ্র পাল।