• সারাদেশ

    কাশিনাথপুরে সামাজিক নিরাপত্তা আওতাধীন উপকারভোগিদের সচেতনতামূলক আলোচনা সভা 

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৩ , ৬:১৬:০৪ প্রিন্ট সংস্করণ

     

    মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:

     

    কাশিনাথপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকার ভোগীদের লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি। আরো উপস্থিত ছিলেন সাথিঁয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলম।

    মাননীয় ডেপুটি স্পিকার মহান জাতীয় সংসদ,বাংলাদেশ আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান মীর মঞ্জু ইলাহী, সাধারণ সম্পাদক শেখ কুদ্দুস প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ সহ ও কাশিনাথপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি বলেন- দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশে দারিদ্র্যতা মুছতে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা ভাতা সহ মানান কর্মসূচি গ্রহন করেছে।

     

    তিনি এ সময় আরো বলেন এই উন্নয়নের ধারা অব্যহৃত রাখার জন্য পুনরায় শেখ হাসিনা সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ