প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৬:২২:০২ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানভুক্ত মামলার আসামি মোঃ আকাশ (১৯) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) মধ্যরাতে গুইমারা থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ বেল্লাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিএমপি চট্রগ্রামে এর পাহাড়তলি থানাধীন সাগরিকা মোড় হইতে গুইমারা থানার মামলা নং ০২, সাজা জিআর নং ৩০৫/২০, ধারাঃ ৩৬ (১)সারণীর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃআকাশ কে গ্রেফতার কারা হয়।
গ্রেফতারকৃত মোঃ আকাশ ০১ নং গুইমারা ইউপির মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।
গুইমারা থানার ওসি মুহাম্মদ আরিফুল আমিন বলেন, আসামিকে আইনি প্রক্রিয়ায় শেষে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই সহ একাধীক মামলা রয়েছে।এছাড়াও সে বর্তমানে চট্রগ্রামের ডবলমুরিং, পাহাড়তলি সহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধের সাথে জড়িত। ইতিপূর্বে ও তাকে একাধিক গ্রেফতার করা হয়েছে।