• সারাদেশ

    পাবনায় উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচঢালাই, ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ১০:০৭:৫১ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা প্রতিনিধি :

     

    উদ্বোধনের দিন উঠে গেল সড়কের পিচঢালাই। এতে ক্ষুব্ধ হন খোদ প্রধান অতিথি ডেপুটি স্পিকার এড. শামসুল হক টুকু। রোববার বিকেলে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বনগ্রাম—চিনাখড়া—ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এমন ঘটনা ঘটে। পিচ ঢালাই হয়েছে মাত্র ২দিন আগে। এ ছাড়াও অতিরিক্ত গরম থাকায় পিচঢালাই উঠে যাচ্ছে। এখনও গরম কাটেনি। সময় লাগবে এটা শক্ত হতে এমনটা বলছেন উপজেলা প্রকৌশলী।

    জানাগেছে, রোববার (৭এপ্রিল) সাঁথিয়া উপজেলার বনগ্রাম—চিনাখড়া—ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় এলাকাবাসী নির্মিত পিচঢালাই সড়ক হাত দিয়ে তুলে ডেপুটি স্পিকারকে দেখান। এ সময় ডেপুটি স্পিকার উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) ওপর ক্ষুব্ধ হন। ঠিকাদারকে খোঁজেন। অবস্থা বেগতিক দেখে ঠিকাদার পালিয়ে যায় বলে জানা যায়।

    জানা গেছে, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে আরডিআরআইডিপি এন্ড এসইউপিআরবি প্রকল্পের আওতায় ৪ কোটি ১৫লাখ টাকা ব্যয়ে সাঁথিয়া উপজেলার বনগ্রাম—চিনাখড়া—ভায়া সামান্যপাড়া ১৭শ’মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের দায়িত্ব পান পাবনার সুজানগরের ‘মন্ডল কনস্ট্রাকশন’।

    স্থানীয় বাসিন্দা কালাম, সুমনসহ অনেকেই জানান, কাজ নিম্নমানের হওয়ায় পিচঢালাই সড়কের পাথর একাই উঠে যাচ্ছে। এ সড়ক দুই মাসও যাবেনা। তাদের অভিযোগ সাঁথিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের একজন সার্ভেয়ার মির্জা ইদ্রিস উদ্দিন আহমেদ (উপসহাকারী প্রকৌশলীর দায়িত্ব প্রাপ্ত) ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজসে এ সড়কে নিম্নানের কাজ হয়েছে। এলাকাবাসী নতুন করে সড়ক নির্মাণের দাবী জানান।

    ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু বলেন, সড়কের কাজ যে মানের হওয়ার কথা ছিল সে মানের হয়নি। হাত দিয়েই পিচঢালাই পাথর তুলে ফেলছে। কাজ ঠিক না করে বিল না দেওয়ার দাবী জানান তিনি।

    সড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মন্ডল কনস্ট্রাকশন’এর স্বত্তাধিকারী রফিক মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নী।

    এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মাত্র ২দিন হল ঢালাই হয়েছে। গরমই কাটেনী। অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচঢালাইকৃত পাথর উঠে যাচ্ছে।##

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ