প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৮:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় সেলিনা-নূর ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আফসার আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেনের পরিচালনায় এ হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী সমাবেশের সেলিনা-নূর ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আতিকুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সলঙ্গা থানা এলাকায় হাজীদের নিয়ে হাজী সমাবেশ করছি।, সেলিনা-নূর ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর মাধ্যমে যারা হজ্জ ও ওমরা পালন করতে ইচ্ছুক তারা সলঙ্গা বাজার আলীম হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্ব আব্দুল আলীমের সাথে যোগাযোগ করবেন।এ সময় সলঙ্গা বাজার আলীম হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আব্দুল আলীম বলেন হজ্জ যাত্রীদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে সেলিনা-নূর ট্টাভেলস্ এন্ড ট্যুরস কাজ করে যাচ্ছে। উক্ত হাজী সমাবেশে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাব এবিএম আব্দুস সাত্তার, থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বিএ,সলঙ্গা অনার্স কলেজের সাবেক প্রভাষক মনিরুজ্জামান মাহফুজ, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ প্রমুখ,