প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ২:১০:২২ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অমৃতপুর একতা যুব সংঘের আয়োজনে ঈদ পুনমিলনী উপলক্ষে সকালে সবার মাঝে টি -শাট বিতরণ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে সারাদিন ব্যাপি বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগিতা সহ বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সাত্তার মাষ্টার। ক্রিড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ১নং কলমা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সভাপতি ও আসন্ন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর রেজা। ১ নং কলমা ইউ’পির সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ৯নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে সোহেল রানা স্বপন, জাকির হোসেন, সজিব হোসেন, সৈকত আহমেদ পলাশ, আব্দুস সামাদ সহ অত্র সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ ৫জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয় এবং ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানায়, এই ধরনের ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতেও করা হবে। এবং এ সংগঠনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম করবে এবং গ্রামের যে কোন উন্নয়ন মুলক কাজে তারা সব সময় গ্রামবাসীর পাশে থেকে সহযোগিতা করবে বলেও তারা জানান।