প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৪:১২:৪০ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টফ রিপোর্টারঃ
পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০৯/০৯/২০২২ তারিখ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরকে চুরি যাওয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। উল্লেখ যে চোরদ্বয় সুজানগর থানার চর জোর পুকুরিয়া গ্রামের এক খামার ব্যাবসায়ীর বাড়ি থেকে রাতের অন্ধকারে মোটরসাইকেলটি চুরি করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার পশ্চিমপাড়া এলাকায় নিয়ে রং ও রুপ পরিবর্তন করা অবস্থায় আটক করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।
মোটরসাইকেল চোরদ্বয় হলোঃ-
১।মোঃ নাহিদ সরকার (১৭)পিতা-মোঃ দুলাল সরকার,সাং উল্লাপাড়া পশ্চিম পাড়া,উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২।মোঃ বিপ্লব (১৭)পিতা-মোঃ ফজলুল প্রাং,সাং উল্লাপাড়া পশ্চিম পাড়া,উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
কিশোর অপরাধী বিধায় ছবি প্রচার করা সম্ভব হচ্ছে না।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।