• সারাদেশ

    তীব্র গরমে ঠান্ডা পানি, সরবত ও স্যালাইন বিতরণ করছে কাশিনাথপুরের মুূদি ব্যাবসায়ী মোক্তার হোসেন ও তার বন্ধুরা

      প্রতিনিধি ২ মে ২০২৪ , ৩:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

    ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধি:

     

    পাবনার কাশিনাথপুরে তীব্র তাপপ্রবাহে গরমে বিপাকে পড়েছে মানুষ। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরের মুদি ব্যাবসায়ী মোক্তার হোসেন ও তার বন্ধুরা। বন্ধু মহলের উদ্যোগে শরবত, পানি নিয়ে ছুটছে সাধারণ মানুষের কাছে।

     

    বৃহস্পতিবার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে শরবত, স্যালাইন, বিতরণ করেছে মোক্তার হোসেন ও তার বন্ধুরা।

     

     

     

    এ সময় সাধারণ মানুষদের সাথে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে মোক্তার হোসেন ও তার বন্ধুরা এই উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও সামর্থ্যবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।

     

    ভাই ভাই মুদি দোকানের কর্নধার বলেন, ‘অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেকেই আছে যারা চাইলেও এই গরমে বিশুদ্ধ পানি, শরবত কিনে খেতে পারেন না। এছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছেন। পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যানচালক, খেটে খাওয়া শ্রমজীবীসহ প্রায় ৫০০ মানুষের মাঝে শরবত, স্যালাইন বিতরণ করা হয়েছে। যতদিন এই অসহ্য গরম থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ