•  

    মো ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী:

     

     

    গত ৫ আগষ্ট পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুর্ব পার কার্তিকপাশা গ্রামে পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলামের পানের বরজ ও বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ একই এলাকার সিদ্দিকুর রহমান, মামুন হাওলাদার, শহিদুল বয়াতি, সাইফুল সহ তাদের সহযোগিদের বিরুদ্ধে ।

     

     

    এঘটনায় সুবিচার দাবীতে শনিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

     

     

     

    এসময় ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, ৫ আগস্ট দূর্বিত্তদের দেয়া আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। বর্তমানে আমাদের থাকার মত কোন স্থান নাই। ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছি। ভয়ে এলাকায় ঢুকতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

     

     

    ভুক্ততাই নজরুল ইসলাম জানান, ঘটনার দিন বিকালে হামলাকারীরা আমাদের মারধর করতে এলে আমি এবং আমার ছেলে পালিয়ে যাই। তারা আমার ভাইকে মেরে হার হাত পা ভেঙ্গে দেয় । পরে আমাদের বাড়ীর ভিতরে ঢুকে প্রথমে আমার দুইটি পানের বরজে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আমার ঘরে আগুন এবং যাবার সময় আমার ভাইয়ের ঘরটি কুপিয়ে রেখে যায়। আমরা এখন এলাকা ছাড়া। তাদের ভয়ে বাড়ীতে যেতে পারি না। আমি আদালতে মামলা করেছি। থানায় তদন্তের জন্য গেছে। আমি প্রশাসানের কাছে এর সুষ্ঠু বিচার চাই