প্রতিনিধি ৬ মে ২০২৫ , ১০:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ
গোলাম মোস্তফার পক্ষ থেকে দুর্গাপুরের সুখানদিঘী বিএনপির কার্যালয়ে ফ্যান প্রদান
দুর্গাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধক্ষ এবং রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম মোস্তফার পক্ষ থেকে জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী দলীয় কার্যালয়ে ফ্যান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এই ফ্যানটি তুলে দেন জয়নগর ইউনিয়নের তরুণ ও মেধাবী সাবেক ছাত্রনেতা শাহরিয়ার নাফিস সবুজ।
অনুষ্ঠানে শাহরিয়ার নাফিস সবুজ বলেন, “গোলাম মোস্তফা একজন পরিশ্রমী, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে তিনি রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পেয়ে তিনি এমপি নির্বাচিত হন, তবে এই অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তৃণমূল নেতাকর্মীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। আমরা বিশ্বাস করি, গোলাম মোস্তফার মতো যোগ্য নেতৃত্বই এই অঞ্চলের উন্নয়নের সঠিক পথনির্দেশনা দিতে পারবেন।”
ফ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি রুয়ায়েত আলী প্রামাণিক, সাবেক ইউপি সদস্য ও কার্যালয়ের উপদেষ্টা আকরাম আলী মৃধা, বিএনপি নেতা গোলাম রসুল, আশরাফ আলী মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।
এছাড়া ছাত্রদলনেতা ইলিয়াস মন্ডল, হাসান আলী, হোসেন আলীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।