প্রতিনিধি ৯ মে ২০২৫ , ৯:২৩:৪২ প্রিন্ট সংস্করণ
বেড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ০৯ মে ২০২৫) বিকেলে বেড়া ইউনাইটেড ক্লাব ও ৪ নং পৌর বিএনপির আয়োজনে খালেক স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা উপভোগ করেন কয়েকশ ক্রীড়ানুরাগী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাজী মো. ইউনুছ আলী।
৬৮ পাবনা ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মো. ইউনুছ আলী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈন উদ্দিন খাজাসহ বেড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব সাদ্দাম মোল্লা, বেড়া পৌর শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন জাহিদ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।