• সারাদেশ

    আদর্শ পাড়া জামে মসজিদে ভেতর থেকে ১ চোরকে আটক 

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৫:৩৪:২১ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ

     

    আজ সন্ধায় ০৬ঃ০০ ঘটিকায় রামদাস ধনিরাম আদর্শ পাড়া জামে মসজিদে ভেতর থেকে আব্দুর রহমান (১৪) পিতাঃ নুর ইসলাম গ্রাম কাশিয়া গাড়ি হরিপুর।সন্ধ্যা ৬ টার সময় মাগরিবের নামাজ বাদ মুসল্লিরা চলে যাওয়ার পর মোয়াজ্জিন দেখতে পায় মসজিদের মাইক্রোফোন এবং এবং মসজিদের ব্যাটারি খুলতেছে পরে মোয়াজ্জিন মসজিদে সামনে কিছু মসল্লিকে দেখে তাদের ডাকে এনে সকলে মিলে তাকে ধরা হয়। তার কাছে ছিলো দুইটি ছোট করাট বেলেট একটি একটি স্ক্রু ড্রাইভার ও একটি চাবীপাওয়া যায়। পরে তাকে আদর্শ পাড়া সেচ্ছাসেবী সংগঠন এর হাতে তুলে দেয়।

     

    পরে উলিপুর থানায় বিষয় টি জানালে তারা দ্রুত চলে আসেন।

     

    তাকে জিজ্ঞেস করে জানা যায় তাকে মজিদুল পিতা সৈয়দ আলী ও ধুরপুির গ্রাম কাশিয়াগাড়ী হরিপুর। এই দুজন তাকে পাঠিয়েছেন সে বলে

    এরা আমাকে তেঁতুলতোলায় নামে দিয়েছে এবং বলছে মসজিদের জানালা নাট লুজ আছে এটা মজিদুল আগে দেখেছিলো আজ তাকে বলেছে।

     

    এর আগে আরও ২টি মসজিদে থেকে টাকা চুরি করে(রানীগঞ্জ বাজার) ও কাশিয়াগাড়ী হরিপুর জামে মসজিদ এর টাকা চুরি করেছে বলে জানায়।

    তার বড় ভাই মো হারুন মিয়া তাকে জিজ্ঞেস করে চুরি করা টাকা কি করিস সে বলে এগুলো টাকা সব মজিদুল নিতো আর গাঁজা খায় । আর আমি যদি চুরি না করতে যাই তাহলে মজিদুল আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

     

    গুনাইগাছ ইউপি মেম্বার আবু সুফিয়ান এ ঘটনা নিশ্চিত করেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উলিপুর থানা দায়িত্বরত এ এসআই ও আদর্শপাড়া স্বেচ্ছাসেবী

    সংগঠন বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেন। তাহার পিতা নুর ইসলাম ও তার বড় ছেলে মোঃ হারুন মিয়া মুশলেকা দেন এবং পরবর্তী সে এই কাজ থেকে বিরত থাকবে বলে আশ্বাস দের তার বড় ভাই।

     

    পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুনাইগাছ ইউপি মেম্বার আবু সুফিয়ান আব্দুর রহমান কে তার পিতা নুর ইসলাম ও বড় ভাই মোঃ হারুন মিয়া হাতে তুলেদেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ