প্রতিনিধি ১১ মে ২০২৫ , ১১:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ
বেড়ায় তীব্র গরমের মাঝে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর মানবিক উদ্যোগ
বেড়া, পাবনা:
এই ব্যাপক তীব্র গরমের সময়ে, স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন তাদের সংগঠিত একটি মানবিক কর্মসূচির আওতায় নাকালিয়া বাজারে ভ্যানচালক, রিক্সা চালক ও পথচারীদের জন্য বিনামূল্যে শরবত ও স্যালাইন বিতরণ করেছেন।
উদ্দেশ্য ও প্রয়াস:
এই উদ্যোগটি গরমের প্রভাবকে সামাল দিতে এবং স্থানীয় মানুষকে সামান্য হলেও স্বস্তি প্রদান করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সংগঠনের সভাপতি জানিয়েছেন, “গরমে সাধারণ মানুষের আরোগ্য ও স্বস্তির দিকে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে চাই।”
কার্যক্রমের বিবরণ:
এ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং সংগঠনের সদস্যরা নিয়ে রাতের ছায়াতলে শুরু থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বিন্দুতে কর্মসূচি পরিচালনা করেছেন। ভ্যানচালক ও রিক্সা চালকরা কর্মস্থলে বিনামূল্যে শরবত ও স্যালাইন গ্রহণ করে তাঁদের প্রশান্তি প্রকাশ করেছেন।
স্থানীয় মানুষের প্রতিক্রিয়া:
কাজের মুহূর্তে অনেক স্থানীয় বাসিন্দা ও পথচারী মুখে ধন্যবাদ ও প্রশংসার কথা জানিয়েছেন। এক পথচারী উল্লেখ করেন, “এই কর্মসূচি আমাদের জন্য এক আশার কিরণ। এমন উদ্যোগ দিয়ে সবাইকে একটু হলেও আনন্দ দেওয়ার যে চেষ্টা, তা প্রশংসনীয়।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক দায়িত্ব:
একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর তরফ থেকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে যে, ভবিষ্যতেও এ ধরণের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনটি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এমন ধরনের কার্যক্রম সম্প্রসারিত করার পরিকল্পনা করছে।
উপসংহার:
গরমের প্রভাবে ক্ষতগ্রস্ত মানুষদের আরোগ্য প্রদান ও সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হিসেবে এ কর্মকাণ্ড প্রমাণিত করছে যে, মানবতা ও সহানুভূতির শক্তি সহজেই সমাজকএকত্রিত করতে পারে।