প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৪:০৮:৩৮ প্রিন্ট সংস্করণ
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ৩০/০৮/২০২২ তারিখ সুজানগর থানাধীন সুজানগর পৌরসভার অন্তগর্ত মানিকদীর গ্রামের ফকির মোড় সংলগ্ন জণৈক মোঃ বারেক শেখ এর বাড়ির সামনে পাকার রাস্তার উপর রাত্রী ২২.৪০ ঘটিকায় এবং কুড়িপাড়া গ্রামের জনৈক মোঃ রানা এর দোকানের সামনে হইতে ২৩.২৫ ঘটিকায় অভিযান চালিয়ে চার জন মাদক ব্যবসায়ীকে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
আটককৃত আসামি হল ঃ
১. মোঃ ইমরান প্রামানিক (২৪), পিতা-মোঃ আনোয়ার প্রামানিক , গ্রাম- কুড়িপাড়া ,
২. মোঃ সম্রাট শেখ(২০), পিতা-মোঃ শাহজাহান শেখ গ্রাম- রাইশিমুল,
৩. মোঃ শাকিব খান(১৯), পিতা-মোঃ ছালাম শেখ গ্রাম- চিনাখড়া ,
৪. মোঃ বাদশা(২০), পিতা-মোঃ জিলাল প্রাং ,সাং চিনাখড়া , সর্ব থানা- সুজানগর, জেলা –পাবনা।
উল্লেখ্যে যে ১নং আসামী ইমরান এর বিরুদ্ধে পূর্বে ০২টি (দুই)টি মাদক মামলা রহিয়াছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তিনি বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।