প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৮:০০:২৮ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রাজ সহ ১১ নেতা কর্মী সোমবার শাহজাদপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। ২০১৮ সালের ২৬শে ডিসেম্বর বিস্ফোরক দ্রব মামলায় এনায়েতপুর থানা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীর উপর মামলা করা হয়। উক্ত মামলায় সোমবার ১১ জন নেতাকর্মীদের জামিন দেন শাহজাদপুর উপজেলা আমলী আদালত।”
বিস্ফোরণ মামলায় এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, খুকনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্র দলের সহ সভাপতি ইউসুফ আলী খান জয়,শ্রমিক নেতা সানোয়ার,বিএনপি নেতা ঠান্ডু সরদার, আমজাদ হোসেন, আকছেদ আলী,রায়হান, আবু তাহের,আব্দুল খালেক, মন্তাজ আলী জামিনে মুক্তি পান।
জামিনে মুক্তি পেয়ে বিএনপি নেতারা বলেন, ২০১৮ সালে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়।