• সারাদেশ

    জবি টিএসসি এলাকায় বাস চাপায় নিহত ১

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৭:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসির পাশে সাভার পরিবহনের বাস চাপায় বুলবুল (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে৷ এঘটনায় দুইজন আহত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুলের ছেলে বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম।

     

    তিনি বলেন, সাভার পরিবহনের ওই বাসটি এখন থানায় আছে৷ ঘটনাস্থলে বুলবুল নামের এক পথচারী নিহত হয়েছে। রিক্সাচালক সহ দুইজন আহত হয়েছে। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

     

    রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সাভার পরিবহনের একটি বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে একটি রিকশাকে চাপা দেয়। এসময় বুলবুল নামের ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। রিকশাচালক ও আকাশ দাস নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী আহত হন।

     

    পরে রিক্সাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়। আকাশ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

     

    সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির পেছনে থাকা মার্কেটের ফুটপাতের ওপর বাসটি উঠে যায়৷ এতে ওই মার্কেটের প্রধান ফটক ভেঙ্গে গেছে। পাশাপাশি রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে গেছে।

     

    দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল। এতে করে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে বাসটি জব্দ করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ