• সারাদেশ

    ময়মনসিংহের ফুলপুরের পয়ারী ইউনিয়নে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ১১:১৯:৪৪ প্রিন্ট সংস্করণ

     

     

    জুয়েল রানাঃ বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুরঃ

     

    ময়মনসিংহের ফুলপুরের ৬নং পয়ারী ইউনিয়নের পাষণ্ড স্বামীর দা য়ের কুপে প্রাণ হারালেন গৃহ বধূ।জানা যায় গড় পয়ারী ইউনিয়নের আমলিতলা গ্রামের রিক্সাচালক আনারুল মিয়া(৩৬) বুধবার রাত সাড়ে বারোটা দিকে পারিবারিক কলহে তার স্ত্রী রোজিনা খাতুন (৩০)কে দা দিয়ে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে !তাদের ফ‍্যামিলিতে দীর্ঘ দিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো বলে নিহত নোজিনার মা সাংবাদবাবদের কে জানান।

     

    হত্যা কান্ডের ঘটনা ফুলপুর থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক চলে যায় পুলিশ ঘটনার স্থলে এবং অভিযান চালিয়ে নিহত স্ত্রী হত্যাকারী আনারুল (৩৬)কে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ!এবং লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণের কার্যক্রম চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ