• সারাদেশ

    Entrepreneur and E-commerce Platform(EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের বাগেরহাট জেলা মিটাপ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৭:০০:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার

     

    Entrepreneur and Ecommerce Platform ( EP) – উদ্যোক্তা প্লাটফর্ম এর আয়োজনে ২৯- ১২-২০২২ রোজ বৃহস্পতিবার ইপি বাগেরহাট জেলা মিটাপ অনুষ্ঠিত হয়েছে, এতে প্রায় ৩২ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

     

    নিজেদের ভেতর বন্ডিং, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের এ আয়োজন। ইপি বাগেরহাট জেলার সদস্য এবং ইপির শুভাকাঙ্ক্ষী অনুকূল বসু এর সঞ্চালনায় চা আড্ডায় সভাপতিত্ব করেন ইপির বাগেরহাট জেলা প্রতিনিধি সাবিনা ইশাসমিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবি সাহা, শিক্ষক, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা, চিতলমারী উপজেলা, বাগেরহাট।

    প্রধান অতিথি জনাব হাফিজুর রহমান বলেন, ইপির এমন কার্যক্রমে সত্যি আমি মুগ্ধ। একটা প্ল্যাটফর্ম পেয়েছে নারীরা। ইপির মাধ্যমে সারা বাংলাদেশে তারা পরিচিতি অর্জন করবে আশা করছি। এবং তিনি সব সময় ইপির সাথে থাকার অঙ্গীকার করেন এবং সহযোগী মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান সবাইকে।

     

    বিশেষ অতিথি বলেন, এফ কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ইপি সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, আমরাও আমাদের পর্যায় হতে ইপির সাথে আছি সব সময়। এমন মিটাপের জন্য সাধুবাদ জানান।

     

    ইপি বাগেরহাট জেলা সহ প্রতিনিধি শান্তা শ্যানাল পুরো মিটাপটি পরিচালনা করেছেন । তিনি বলেন সামনে আমাদের অনেক সুযোগ সুবিধা আসছে। ইপি বিনা রেজিষ্ট্রেশন এ আমাদের ট্রেনিং হতে সব ধরনের সুযোগ সুবিধা দিবে। আপনারা সবাই এক্টিভ থাকুন।

     

    ব্যস্ততার কারণে ইপি এডমিন রনি রহমান উপস্থিত থাকতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে এডমিন রনি রহমান বলেন, বিজয়ের মাসে আমরা জেলা ভিত্তিক মিটাপ এবং ঢাকার বিভিন্ন জোন অনুযায়ী মিটাপ এর আয়োজন করেছি। কারন অফলাইন ইভেন্ট ছাড়া পরিপূর্ণ আন্তরিকতা সৃষ্টি সম্ভব না। উদ্যোক্তাদের নিজেদের ভেতর আন্তরিকতা বৃদ্ধির জন্য এ আয়োজন। আগামী সপ্তাহে আরও ৭ জেলায় মিটাপ অনুষ্ঠিত হবে। আমরা ঢাকা জেলায় বিজয়ের মাস উপলক্ষে মেলা করেছি।

     

    এছাড়া আগামী মাস হতে বিভিন্ন ধরনের অফলাইন,অনলাইন ট্রেনিং শুরু হবে। শুধু একটা নির্দিষ্ট জায়গার / জেলার ভেতর না, উদ্যোক্তাদের পরিচিতি ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশ এবং দেশের বাহিরে

    আমরা এক্সপোর্ট ও শুরু করবো আশা করছি। ইপির জন্ম সবাইকে নিয়ে কাজ করা।

     

    সর্বশেষ তিনি সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ইপির উদ্যোক্তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন। এবং অনুষ্ঠানটি সফল করার জন্য মডারেটর মেঘলা মেঘ সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ