প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ২:১০:২০ প্রিন্ট সংস্করণ
বুটেক্স প্রতিনিধি:
সত্যকে বলা, সত্যকে জানা, কথায় কাজে ষোলআনা এমনসব মানুষ আজকাল প্রায় পাওয়াই যায় না। তাই সঠিক সময়ে, সঠিক তথ্যটি খুঁজে বের করে সঠিক সিন্ধান্ত নেওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে এই বিড়ম্বনা থেকে কিছু স্বস্তির স্বাদ মেলে বিতর্ক থেকে। তাই আধুনিক বিশ্বে বিতর্কের প্রচার প্রসার সর্বব্যাপি।
সংসদীয় গনতন্ত্রে পার্লামেন্টে বিরোধী দলের মূল ভূমিকাই হলো সরকারের গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে বিতর্কের মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক সিন্ধান্ত নিতে সহায়তা করা। কাজেই আধুনিক বিশ্বে যুক্তিনির্ভর বিতর্কের ভূমিকা যে অপরিসীম সেটি বলার অপেক্ষা রাখে না। তাই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিতর্কের চর্চা বহুকাল আগে থেকেই চলে আসছে।
বিতর্কে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব’ (বুটেক্সডিসি) এখন তারকাখচিত নাম। বিতর্ক যারা ভালোবাসেন বা বিতর্ক করেন তাদের কাছে বুটেক্সডিসি সুপরিচিত । বুটেক্সডিসি তাদের যুক্তির তীরে অনেক বাঘা বাঘা দলকে কুপোকাত করে বহুবার বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছেন। হয়েছেন বিটিভি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন। সংগত কারণেই এই সংগঠনের নতুন নেতৃত্ব নিয়ে সাধারন শিক্ষার্থীদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩ জানুয়ারি সন্ধ্যায় বুটেক্স সেমিনার কক্ষে ঘোষণা করা হয় বহুল প্রতিক্ষীত নতুন কমিটি।
নতুন কমিটিতে সভাপতি মনোনিত হয়েছেন অভিষেক চন্দ এবং সাধারন সম্পাদক বর্ষণ সরকার। নবনির্বাচিত সভাপতির কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি তার ভালোলাগার অনুভূতি প্রকাশ করেন। বুটেক্স ডিবেটিং ক্লাব নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে বুটেক্স ডিবেটিং ক্লাবকে তুলে ধরার জন্য তিনি বিভিন্ন রূপরেখার কথা ভাবছেন। সকলের সাথে পরামর্শ করেই এই রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
নবগঠিত কমিটি বুটেক্স ডিবেটিং ক্লাবকে বিতর্কের শীর্ষ পর্যায়ে নিয়ে যাবেন এবং আগামীর বাংলাদেশের জন্য যুক্তিনির্ভর বিতার্কিক তৈরী করতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সাধারন শিক্ষার্থীদের।