প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৯:১১:৫২ প্রিন্ট সংস্করণ
শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি :
পাবনা সাঁথিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সাঁথিয়া অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশনের পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আব্দুস সাত্তার মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকন, সাঁথিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিনা রহমান শিলা, সাঁথিয়া থানা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি সাঁথিয়া উপজেলা শাখা মোঃ আতিকুল্লাহ আল মাহদি।
এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগন ও কেয়ারটিকার মডেল কেয়ারটিকার গন উপস্থিত ছিলেন।