প্রতিনিধি ৩ মার্চ ২০২৩ , ৭:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় মহা পবিত্র বিশ্ব উরশ শরীফের পুর্ণমিলনী অনুষ্ঠান ও জামে মসজিদের উন্নয়নমূলক কাজ তরাম্বিত করার লক্ষে আলোচনা সভা করা হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মসজিদ-ই-খাজাবাবা ফরিদপুরী জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ যোবায়ের আলম ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা মহানগর জাকের পার্টির সভাপতি ও অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির তথ্য বিষয়ক সম্পাদক হাজী মহিউদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমীক ফ্রন্টের সভাপতি জসিম উদ্দিন নিরব, রূপগঞ্জ থানা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা, রূপগঞ্জ থানা যুব ফ্রন্টের সভাপতি আল-মামুন শেখ।
চনপাড়া জাকের পার্টির সভাপতি সেকান্দর চৌধুরী, কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোতালিব ভুইয়া, সাধারণ সম্পাদক সামসুল হক, সদর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মাজিদুল ইসলামম, সাধারণ সম্পাদক আল-আমিন, দাউদপুর ইউনিয়ন জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি আরমান মোল্লা, ভুলতা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
পরে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।