প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৯:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ৭ নং ওয়ার্ড থেকে (৩০০+২০৩)=৫০৩ (পাঁচশত তিন) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২, বোরহানউদ্দিন থানা সুত্রে যানা যায়,
বোরহানউদ্দিন থানার সার্বিক তত্ত্বাবধানে আজ ইং-২৮/০৯/২০২২ তারিখ দুপুর ১৩.৫৫ ঘটিকার সময় এসআই মোঃ মাহফুজুর হাসান, সঙ্গীয় এএসআই মোঃ ইলিয়াস, এএসআই মোঃ ইয়ার হোসেনের সহায়তায় বোরহানউদ্দিন থানার দেউলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ( চরআলগী) হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় থেকে আসামী,
১। মোঃ মুরাদ হোসেন (৪২), পিতা-মৃত শাহজাহান, মাতা-নুর নাহার বেগম, সুজনগ্রাম ০৪নং ওয়ার্ড, থানা-রামগতী, জেলা-লক্ষীপুর, ২। মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা-মোঃ জহিরুল ইসলাম @ ফরিদ (সাবেক চেয়ারম্যান), মাতা-জিন্নাত রেহেনা ডলি, মধ্য জয়নগর, ০৪নং ওয়ার্ড, থানা-দৌলতখান, জেলা-ভোলা তাদের থেকে উদ্ধারকৃত (৩০০+২০৩)=৫০৩ (পাঁচশত তিন) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আসামীদ্বয়ের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।