প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ৮:১৬:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:
কালীগঞ্জ শাখা অফিসের উদ্যোগে অফিস কক্ষে “জাতীয় বীমা দিবস ও উন্নয়ন সভার”- আয়োজন করা হয় l
উক্ত সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন:- জনাব খোকন কুমার শীল, জেনারেল ম্যানেজার, ঢাকা বিভাগ- সন্ধানী লাইফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৌল বৈরাগী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি:সঞ্জয় দত্ত l ব্রাঞ্চ কোর্ডিনেটর, কালীগঞ্জ শাখা l
তপন এইচ গমেজ,এর সভাপতিত্বে মো: মুক্তাদির হোসেন এর সঞ্চলনায়, কালীগঞ্জ শাখা অফিস ( দড়িপাড়া) অফিস হলরুমে জাতীয় বীমা দিবস ও উন্নয়ন সভাটি অনুষ্ঠিত হয়েছে।
১১/০৩/২০২৩ইংতারিখ রোজ শনিবার সকাল ১১ঘটিকার সময়।
উক্ত সভায় বক্তব্য প্রদান করেন- রামপ্রসাদ মন্ডল, জলি কোরাইয়া, জেমস গমেজ, শফিকুল ইসলাম, ইসমাইল পালোয়ান, সঞ্জয় দত্ত, শোল বৈরাগী ও খোকন কুমার শীল
উক্ত সভায় কালীগঞ্জ শাখা অফিসের সকল পুরাতন নতুন ও শুভাকাঙ্ক্ষী সুধীজন উপস্থিত ছিলেন