• আরো

    কালীগঞ্জের পৌরসভা ও কালীগঞ্জ উপজেলার সকল মাদ্রাসায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের নগদ অর্থ প্রদান

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১:৪৭:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলার , নাগরি, তুমুলিয়া, জাঙ্গালিয়া ইউনিয়নের এবং কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন মাদ্রাসায় প্রায় লক্ষ নগদ অর্থ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন (স্বপন) ।

    ১১ এপ্রিল মঙ্গল বার সকাল১০ ঘটিকার সময় নাগরি ইউনিয়ন এর১২টি মাদ্রাসায় প্রতিটিতে নগদ (৫ হাজার টাকা করে) অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও মসজিদের ইমামগন।

    সিয়াম সাধনার মাস রমজান মাসের এই মুহূর্তটুকু যেন এক প্রকার প্রকৃতির ভালোবাসার স্মৃতি ফুটে ওঠে।বিভিন্ন মসজিদের ইমাম এবং হাফেজদের মধ্য খানে কাটানো সময় টুকু যেন জান্নাতের একটি স্থানে কাটানো সময় ছিল। জ্ঞানের আলোকবর্তিকা ইমাম এবং হাফেজ সাহেবের সাথে কথা বলে এভাবেই মানবতার হাত বাড়িয়ে প্রতিশ্রুতি দেন সাবেক – ভাইস চেয়ারম্যান মো: আমজাদ হোসেন( স্বপন) পাশে থাকবে বলে ।

    নাগরী ইউনিয়ন নগর ভেলা হাফেজিয়া মাদ্রাসায় থেকে শুরু করে,এর পর তুমুলিয়া ইউনিয়ন এর ঢাকা দারুল উলুম মাদ্রাসায়ও এতিমখানায় ১১ টি মাদ্রাসায় পর বক্তারপুর ইউনিয়নে বক্তার পুর বাজার জামে মসজিদে বক্তারপুর ইউনিয়নের প্রায় ২৩ টি মাদ্রাসার মুহতামিমদের হাতে জাঙ্গালিয়া ইউনিয়নের ৩৩ টি মাদ্রাসা ও কালীগঞ্জ পৌর সভার ২৭ টি মাদ্রাসার মুহতামিম ও ইমামদের হাতে নগদ অর্থ তুলে দেন।
    তুমুলিয়া ইউনিয়ন বক্তারপুর ইউনিয়ন ,জাঙ্গালিয়া ইউনিয়ন , ০৪ টি ইউনিয়ন এবং ০১ টি পৌরসভা সহ মিলে সর্বমোট প্রায় ১০৬ টি মাদ্রাসায় প্রায় পাচঁ লক্ষ ত্রিশ হাজারব টাকা নগদ প্রদান করেন

    এ বিষয়ে সাবেক – ভাইস চেয়ারম্যান এর সঙ্গে কথা বললে তিনি বলেন এ ধরনের সহযোগিতা সবসময় যেন করতে পারি, আল্লাহ আমাকে যেন শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখেন, আমি আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মানবিক কাজ চালিয়ে যাবো, ইনশআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ