প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫০:১৬ প্রিন্ট সংস্করণ
এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধির পাঠানোর তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছি বিস্তারিত: নাটোরের লালপুরে দুড়দুরিয়া এম আর হাই স্কুলে গোপনে পকেট কমিটি গঠন করেছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।
বুধবার (২৭সেপ্টেম্বর-২৩) দুপুর ১টার সময় উপজেলা মনিহার পুর রামকৃষ্ণপুর উচ্চ (এম আর) বিদ্যালয় এর সামনে স্থানীয় জনসাধারণ ও অত্র প্রতিষ্ঠানের অভিভাবক বিন্দু ২৫/০৯/২০২৩ তারিখে গোপনে পকেট কমিটি করে এলাকার ও হাই স্কুলের বিভ্রান্তির করার চেষ্টা করছে এর প্রতিবাদ নিন্দা ও বিলুপ্ত জানিয়ে ভোটারের মাধ্যমে ভোট গ্রহণ করে সভাপতি সহ ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২০ বছরের ধরে সভাপতি দায়িত্ব পালন করছে তিনি মারা যাওয়ার পরে এখন তার ছেলে সভাপতি হবার জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মোটা অংকের টাকা দিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছে। তাদেরই সদস্য বানিয়েছে যাদের কোন ছেলেমেয়ে ওই প্রতিষ্ঠানে পড়ে না। তিনারা আরো বলেন এই পকেট কমিটি করে এলাকার ও প্রতিষ্ঠানের বিভ্রান্তি করা ছাড়া আর কিছুই নয়। বিগত ২০ বছর এই প্রতিষ্ঠানের কোন উন্নতি নাই এমনকি একটা বিল্ডিংসহ ওয়াশরুম নাই, মেয়েদের জন্য কমন রুমও নেই। এমনকি বাইরের দোচালায় ক্লাস রুম বানিয়ে ছাত্রছাত্রীকে পড়াশোনা করানো হচ্ছে। শুধু প্রতিষ্ঠানের সভাপতি সেজে টাকা খেয়ে প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, আমরা এলাকাবাসী ও অভিভাবক বিন্দুরা তীব্রপ্রতিবাদ জানাই।
এ বিষয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানকে বলেন, এই কমিটির কোন কাগজ আমার হাতে এখনো আসেনি।