প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৬:৪২:০০ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি হাতে নিয়েছেন ছাত্রলীগ।
রবিবার (৩০ এপ্রিল) উপজেলার পৌরসভা হায়াৎখাঁ এলাকার বিধবা মহিলার জমির ধান কেটে দেন তারা।
এদিকে, উপজেলার সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ক্ষুদ্র কৃষক ৩৫ শতক জমি পাকা ধান কেটে ঘরে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈরি আবহাওয়ার খবর পেয়ে ওই কৃষক শ্রমিক ও টাকার অভাবে পাঁকা ধান কাটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশে ছাত্রলীগ উলিপুর উপজেলা একদল নেতাকর্মী।
এই বিষয়ে বিধবা মহিলা অভিমত ব্যক্ত করে বলেন, এলাকায় ধান কাটামারার কামলায় পাওয়া যায় না। বার বার কাল বৈশাখীর ঝড়ের খবর পাবার নাগছ। ধান কাটা নিয়া চিন্তায় আছ। ঠিক এ সময় উলিপুর উপজেলা ছাত্রলীগের ছেলেরা বিনা মূল্যে মোর জমির পাকা ধান কাটিয়া মারাই করি দিলো। বৃষ্টি বাদল ছাড়া ভালে ভালে ধান ঘরত তুলবার পাইল। এজন্য প্রধাানমন্ত্রী শেখ হাসিনা ও রাজারহাট উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ।
অন্যদিকে, উলিপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি মোঃ নজরুল হোসেন
তাঁর সংগঠনের কর্মী ও সদস্যদের সাথে নিয়ে সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম মোল্লা নেতৃত্বে ধান কাটা কর্মসূচি বেলা ১১টা থেকে ১৫ জনের সহযোগিতায় এ ধান কাটা শুরু হয়। এতে অংশ নেন ছাত্রলীগ নেতা ও কর্মী।
এসময় কৃষক মানিক বলেন, ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।
ছাত্রলীগ সভাপতি নজরুল হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উলিপুর উপজেলা প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। আমরা উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে।
বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো বলে জানান তিনি।