• আরো

    সুজানগরের নাজিরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হোন্ডা আরোহীর মৃত্যু

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৬:৪১:০৫ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

    গতকাল সন্ধায় সুজানগরের নাজিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন রিক্সা মিস্ত্রী মোঃ সাঈদ( ৪২)

    গত কাল সন্ধায় নাজিরগঞ্জ মোড়ে দোকান বন্ধ করে প্রতিদিনের মত বাসার আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরিচিত একজনের হোন্ডা উঠে।

    পথিমধ্যে ঝড়ে পড়েছিল বন বিভাগের একটি গাছ উক্ত গাছের সঙ্গে বাধা পেয়ে হোন্ডার পিছন থেকে ছিটকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হন। একদিকে তাদের চিৎকারে এলাকা বাসি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা পরে পুলিশ খবর পেয়ে লাশ থানা নিয়ে যায়।

    এ বিষয়ে কথা হয় সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান এর সাথে তিনি বলেন কারও কোন অভিযোগ না থাকায় লাশ আজ দুপরে পরিবারের লোক জনের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ মোঃ সাঈদের বাড়ি মানিকহাট ইউনিয়নের বোনকোলার চরগজারিয়া তিনি উদয়পুর শশুরালয়ে আছেদ আলি মন্ডলের বাড়ি।

    তিনি আছেদ আলি মন্ডলের মেয়ের জামাই।

    মৃত কালে মোঃ সাঈদ স্ত্রী ও দুই নাবালক পুত্র সন্তান রেখে যান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ