• আরো

    গুইমারা সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৬:০০:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

    খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

     

     

    ৩০জুলাই রবিবার সকাল ১১ টায় পাহাড়ের শান্তি,শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি, জি।

    এ সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২০ব্যাটালিয়ন আনসার সিও আফজাল হোসেন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন,মানিকছড়ি সরকারি গিরি মৈত্রী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.কামাল উদ্দিন,সিন্দুকছড়ি বাজার কমিটির সা, সম্পাদক রেজাউল করিম,মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মো.গোলাম রসুল,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা,পানি নিষ্কাশন, পাহাড় কাঁটা,অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম-শৃঙ্খলা, মাদকদ্রব্য,চোরাচালান, যানবাহন,এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্যবাসীর মানবাধিকার লংঘন,সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ