প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ
এ জেড সুজন মাহমুদ,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণ (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় পাওয়া যায় নি।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ দিকে রাজশাহী হতে ছেড়ে আসা গোয়ালন্দঘাট গামী মধুমতি এক্সপ্রেস ট্রেন বাওড়া রেল ব্রীজ অতিক্রম করার পর আনুমানিক ১৪ বছর বয়সী এক তরুণের লাশ রেল লাইনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপ- পরিদর্শক ইসলাম মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পযন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি। পরিচয় শনাক্তের চেষ্ঠা চলছে।