• আরো

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০২:১০ প্রিন্ট সংস্করণ

    লালপুরে বাক প্রতিবন্ধী মেয়ের বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ, ধর্ষক রাজু আটক

    এ জেড সুজন মাহমুদ,লালপুর ( নাটোর) প্রতিনিধি :

    নাটোরের লালপুর উপজেলার বড়মহাটি উচ্চ বিদ‍্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাবালিকা বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীর বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু(২৪) নামে এক বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ।
    মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ছাত্রীর বাবা।
    অভিযুক্ত যুবক উপজেলার বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে।

     

    অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বাক প্রতিবন্ধী মেয়ে বিদ‍্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত রাজু ঐ মেয়েকে বিভিন্ন ভাবে বিরক্ত করাসহ কু- প্রস্তাব দিত এতে মেয়েটি তার বাবাকে বিষয়টি ইশারায় জানাইলে রাজুকে সাবধান করে দেওয়া হয়। এভাবে চলাকালে মঙ্গলবার দুপুর
    ১ টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজু বাক প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে তার শয়নকক্ষে ভিতরে প্রবেশ করে মেয়ের মুখ চেপে ধরে বিছানার উপর জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। মেয়েটি গ‍্যাংরাইয়া উঠলে আশেপাশে থাকা প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করতে গেলে রাজু পালিয়ে যায়।পরে মেয়ের বাবা সংবাদ পাইয়া বাড়িতে যাইয়া মেয়ের নিকট সহ সাক্ষীদের নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনিয়া ভুক্তভোগী ছাত্রী বাবা শহিদুল প্রামানিক (৪০) বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন।
    এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনর্চাজ ( ওসি) উজ্জল হোসেন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে আটক করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ