• শিক্ষাঙ্গন

    বোয়াইমারি কামিল মাদ্রাসায় আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

    বোয়াইমারি কামিল মাদ্রাসায় আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আব্দুল জব্বার প্রকাশক:

    পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী কামিল মাদ্রাসার আয়োজনে তিন দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত চলবে এ কর্মশালা।

    মিশর থেকে আগত বিশিষ্ট আরবি ভাষা প্রশিক্ষক আহমেদ আফিফি কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

     

    বৃহস্পতিবার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ  এর সভাপতিত্বে আরো  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবদুল্লাহ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং সাথিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকগণ।

     

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন – এটি সত্যি খুব উত্তম কাজ।বাংলা ইংরেজির পাশাপাশি আরবি ভাষা আয়ত্ব করা প্রশংসার বিষয়। সৃষ্টিকর্তার ভাষা শেখার মাধ্যমে তার নৈকট্য লাভের এক সুযোগ। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

     

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়ক হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ