প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ৫:১৯:০৭ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার; দেউলা ইউনিয়নের বড়পাতা হাজী বাড়ী কমিউনিটি ক্লিনিক, গত ০৭,০৭,২২ ইং রোজ রবিবার গিয়ে দেখা যায় দেউলা ৪নং ওয়ার্ডে বাঘা সিদ্দিকের (সাবেক এমপি) এর বাড়ির দরজার ক্লিনিকটি বন্ধ ।
স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় সময়ই ক্লিনিকটি বন্ধ থাকে এখানকার দায়িত্বে যারা আছেন তারা নিয়মিত অফিস করেন না। অফিসে যথাসময়ে আসেন না। যদিও কালেভাদ্রে আসেন তো ১২ টা বজার সাথে সাথেই চলে যান।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঔষধ চেয়েও পাওয়া যায় না। যদিও ঔষধ পাওয়া যায় তবে, ঔষধের জন্য গুনতে হয় টাকা।
যদিও সরকারি বিধানমতে ঔষধের বিনিময়ে টাকা নেওয়া অপরাধ, তারপরও এখানকার দায়িত্বে থাকা কর্মচারীগন টাকা ছাড়া ঔষধ দিচ্ছেন না। বয়োবৃদ্ধ মানুষ হাত পাতলেও ঔষধ নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন ফিরিয়ে দেওয়া হয়? তাহলে সরকারের বরাদ্দ নয়ছয় করছে দায়িত্বরতরা?
তাহলে এর সাথে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরতরা জড়িত? প্রশ্ন স্থানীয়দের।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব থাকা ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাইলেও, সরকারি মুঠোফোনের কল রিসিভ করেন নি। সরকারি অফিস টাইমেও তাদের পাওয়া যায় নি।