প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জে মোহনা পাঠাগার এর ৩৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোহনা পাঠাগার এর ৩৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রেলওয়ে স্টেশন সংলগ্ন মোহনা পাঠাগার চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষ্যে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
মোহনা পাঠাগারের সভাপতি শেখ রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজকুমার সরকার লিটন ও কার্যনির্বাহী সদস্য আশিক দেওয়ান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মোহনা পাঠাগারের আজীবন সদস্য মো. মুকুট আয়েনী, সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন রেখা সুলতানা, শিক্ষক এম এ গাফফার মোল্লা, মমতাজ মন্ডল,সাইফুল ইসলাম, চৌধুরী কামরুল হাসান কাজল, সাফায়েত হোসেন, লেখক ও সংগঠক ফয়সাল সাকিদার আরিফ, মিজানুর রহমান মিজান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কেটে মোহনা পাঠাগার এর ৩৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।