প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৭:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
মো: ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
গাজীপুরের কালীগঞ্জে কওমী ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল কৃর্তক স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর র্ববর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসুল্লী সাধারণ কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে উপস্থিত হয়। পরে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বাংলাদেশ কওমী ওলামা পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি গাজী মো. রুহুল আমিন কাসেমীর সভাপতিত্ব করেন। কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুল হাফিজ সঞ্চালনায় অন্যান্যের মাঠে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. আবু হানিফ, কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, তানজিম শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফিজুর রহমান মাসুদ, মাওলানা নুরুল আলম মজুমদার ও মাওলানা আল-আমিন আবরার প্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, আজ ফিলিস্তিন এর জনগণেল কোন নিরাপত্তা নেই। আজ ফিলিস্তিন বিশ্বের সবচেয়ে বড় উন্মোক্ত কারাগার হিসেবে পরিনত হয়েছে। দখলদার ইসরাইলী সন্ত্রাসীদের আগ্রাসনের হাত থেকে নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সারাবিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি আগ্রাসন মুক্ত করুন।