প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ৮:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ
মোঃমুক্তাদির হোসেন, ষ্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি গঠন করা হয়েছে।
বুধবার মাগরীব বাদ কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খানকায়ে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারিয়া প্রাঙ্গণে উপজেলার বক্তারপুর ইউনিয়ন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আঞ্জুমান কমিটির সভাপতি মো. মোরশেদ আলম মিন্টু। সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান এর পরিচালনায় দরবারের খলিফাগণ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া, খানকায়ে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরামের উপজেলার ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তাগণ আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া কমিটি গঠণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সম্মতিক্রমে মো. ওসমান মীরকে সভাপতি ও মো. আলম সরকারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
পরিশেষে তুমলিয়া ইউনিয়ন আঞ্জুমান কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. রিয়াজ উদ্দিন মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।