• সারাদেশ

    সুজানগরের নাজিরগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করার সময় নাজিরগঞ্জ নৌ পুলিশ কর্তৃক চার জন আটক।

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ১:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ

     

     

    রফিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার

    ২৫/১০/২০২৩ রোজ বুধবার রাত্র ১২.৩০ নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এ এস আই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোয়ারিয়া সাকিনস্থ পদ্মানদীর মাঝথেকে একটি টলার ও অবৈধ কারেন্ট জাল সহ চারজনকে আটক করে। আটককৃত ট্রলারের মুল্য আনুমানিক ৫০০০০( পঞ্চাশ) হাজার টাকা ও নিষিদ্ধ কারেন্ট জালের মুল্য আনুমানিক ৯০০০০( নব্বই হাজার) টাকা।

    আটককৃত আসামি হলো

    মোঃ সেলিম সেখ(৩৮)

    পিতা মৃত আব্বাস সেখ

    সাং মালিফা, থানা সুজানগর জেলা পাবনা

    মোঃ হাতেম আলী বিশ্বাস (৬০)

    পিতা মৃত তোরাপ আলী বিশ্বাস

    সাং ইন্দ্রজিৎপুর থানা সুজানগর

    জেলা পাবনা

    মোঃ রাজিব ব্যাপারী(৩০)

    পিতা মৃত জয়নী ব্যাপারী

    সাং ইন্দ্রজিৎপুর থানা সুজানগর জেলা পাবনা

    মোঃ মিরাজ আলী বিশ্বাস(২৬)

    পিতা মৃত জয়ন উদ্দিন

    সাং ইন্দ্রজিৎপুর থানা সুজানগর জেলা পাবনা

    আসামিদের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০(সংশোধিত ২০১৩) নিযমিত মামলা রুজু করা হয়েছে।

    তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইদুর রহমান। তিনি বলেন অপরাধীদের কোনপ্রকার ছার দেওয়া হবে না।

    উল্লেখ জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ